গাজায় ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ স্নাইপার নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হামাসের শীর্ষ স্নাইপার আহমেদ হাসান সালামে আলসাওরকাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আহমেদ আলসাওরকা ছিলেন একজন সিনিয়র ব্যক্তিত্ব এবং হামাস নুখবা বাহিনীর কমান্ডার।

শুক্রবার (২১ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

তিনি গত ৭ অক্টোবরের দক্ষিণ ইসরায়েলে হামলার মূল অংশগ্রহণকারী ছিলেন। যেখানে ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছিল।

আইডিএফ এবং ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনী এই অভিযান পরিচালনা করে। লক্ষ্যবস্তু হামলাটি উত্তর গাজার বেইত হ্যানউন এলাকায় সংঘটিত হয়েছিল, যেখানে আলসাউরকা স্নাইপার কার্যকলাপের নির্দেশনা দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

আইডিএফ অপারেশনের শেয়ার করা এক ভিডিও যায়, বিমান হামলার ফলে একটি বিস্ফোরণ ঘটে।

আইডিএফ দাবি করেছে, অপারেশন চলাকালীন বেসামরিক লোকদের ক্ষতি কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। ফলে হামলায় কোনো বেসামরিক লোক আহত হয়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী কেন্দ্রীয় গাজায় কাজ চালিয়ে যাচ্ছে, তাৎক্ষণিক হুমকি দূর করা এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার দিকে মনোনিবেশ করছে। সম্প্রতি, ইসরায়েলি বাহিনী তাদের সৈন্যদের আক্রমণ করার জন্য ব্যবহৃত একটি মর্টার শেল লঞ্চ সাইটকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করে।