ধনকুবের হিন্দুজা পরিবারের ৪ সদস্যকে কারাদণ্ড



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাজ্যের অন্যতম ধনী পরিবার হিসেবে পরিচিত হিন্দুজা পরিবারের ৪ সদস্যকে বেআইনিভাবে গৃহকর্মী নিয়োগ ও তাদের শোষণের অভিযোগে করার অভিযোগে কারদাণ্ড দিয়েছেন সুইজারল্যান্ডের একটি আদালত। 

এরা হলেন, প্রকাশ হিন্দুজা, তার স্ত্রী কমল হিন্দুজা, তাদের সন্তান অজয় হিন্দুজা এবং তার স্ত্রী নম্রতা হিন্দুজা।

সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে গৃহকর্মীদের পাসপোর্ট জব্দ, তাদেরকে অতিনিম্ন বেতন প্রদান এবং টানা ১৮ ঘণ্টা কাজ করতে বাধ্য করার অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত প্রকাশ ও কমল হিন্দুজাকে ৪ বছর ৬ মাস এবং অজয় ও নম্রতা হিন্দুজাকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে।

তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগও উঠেছিল, কিন্তু তার সপক্ষে যথেষ্ট প্রমাণ না থাকায় সেই অভিযোগ থেকে এই চারজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, কয়েক বছর আগে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় নিজেদের বিলাসবহুল বাসভবনের গৃহকর্মী হিসেবে ভারতের তিন নাগরিককে নিয়োগ দেয় হিন্দুজা পরিবার। এই গৃহকর্মীদের সরাসরি ভারত থেকে আনা হয়েছিল।

নিয়োগ দেওয়ার পরই ৩ জনের পাসপোর্ট জব্দ করা হয়। গৃহকর্মীদের প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করাতেন তারা এবং তাদের মাসিক মজুরি ছিল মাত্র ২৫০ ডলার, যা সুইজারল্যান্ডের সর্বনিম্ন বেতন কাঠামোর ৫ ভাগের এক ভাগ।

পরে একসময় এই গৃহকর্মীরা হিন্দুজাদের বাড়ি থেকে পালাতে সক্ষম হন। পরে জেনেভায় বসবাসরত ভারতীয় ও আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তায় আদালতে মামলা করেন তারা।

আদালতে বিচার চলার সময় শারীরিক অসুস্থতাজনিত কারণে এজলাসে আসেননি ৭০ বছরের অধিক বয়সী প্রকাশ ও কমল হিন্দুজা দম্পতি। তাদের সন্তান অজয় হিন্দুজা ও তার স্ত্রী নম্রতা এজলাসে নিয়মিত হাজির থাকলেও শুক্রবার রায়ের দিন অনুপস্থিত ছিলেন তারা।

আদালত রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন বাদিপক্ষের আইনজীবী ইয়াভেস বেরতোসা। অন্যদিকে হিন্দুজা পরিবারের আইনজীবী রবার্ট আসায়েল জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

জেনেভা হলো আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রাণকেন্দ্র। সেখানে চাকর-বাকরদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে বিশ্বের ধনী পরিবারের বিরুদ্ধে জেনেভায় এটাই যে প্রথম বিচার এমন নয়। জাতিসংঘের জেনেভায় কূটনৈতিক মিশনে এক কর্মকর্তার বিরুদ্ধে গত বছর ফিলিপাইনের চার গৃহকর্মী মামলা করেন। অভিযোগে বলেন, বছরের পর বছর ধরে তাদের বেতন দেয়া হয় না।

উল্লেখ্য, হিন্দুজা পরিবার বহুজাতিক হিন্দুজা গ্রুপের মালিক। এই গ্রুপটি গেল, গ্যাস এবং ব্যাংকিং খাতে কাজ করে। লন্ডনে র‌্যাফল হোটেলের মালিকও এই পরিবার।

ভারত থেকে যুক্তরাজ্যে গিয়ে স্থায়ী হওয়া হিন্দুজা পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৩ হাজার ৭০০ কোটি ইউরো, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪৬ লাখ ৪৩ হাজার ৫০০ কোটি টাকা। নির্মাণ খাত, জাহাজসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে হিন্দুজা পরিবারের। সুইজারল্যান্ডেও তারা সবচেয়ে ধনী পরিবার হিসেবে পরিচিত।

বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় আরও দুই ধাপ পেছাল ঢাকা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বে বসবাসের যোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান গত বছরের তুলনায় আরও দুই ধাপ পিছিয়েছে। বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে ১৬৮তম অবস্থানে আছে ঢাকা। আগের বছর ঢাকার অবস্থান ছিল ১৬৬তম।

ইকোনমিস্টের প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গতকাল বুধবার প্রকাশিত বার্ষিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ বছর ঢাকায় মানুষের জীবন-যাপনের মানের কোনও উন্নতি ঘটেনি। পাকিস্তানের করাচির একধাপ ওপরে এবং জিম্বাবুয়ের হারারে শহরের একধাপ নিচে ঢাকার অবস্থান।

প্রত্যেক বছর বাসযোগ্যতার বিচারে বিশ্বের বড় শহরগুলোর তালিকা প্রকাশ করে ইআইইউ। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো- এই পাঁচ সূচকের ওপর ভিত্তি করে বাসযোগ্য শহরের তালিকা তৈরি করা হয়।

তালিকায় সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় সবার ওপরে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এর পর শীর্ষ পাঁচে যথাক্রমে আছে কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগেরি।

আর সবার শেষে আছে সিরিয়ার রাজধানী দামেস্ক। নিচ থেকে শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো- ত্রিপলি, আলজিয়ার্স, লাগোস ও করাচী।

আইইউয়ের এই তালিকায় এ বছর ১৬৮তম স্থানে থাকা ঢাকার অবনতির প্রধান কারণ ছিল শিক্ষার সহজলভ্যতা ও গুণগত মানের পতন। এ বছর স্থিতিশীলতায় ৫০, স্বাস্থ্যসেবায় ৪১ দশমিক ৭, সংস্কৃতি ও পরিবেশে ৪০ দশমিক ৫, শিক্ষায় ৬৬ দশমিক ৭ এবং অবকাঠামোতে ২৬ দশমিক ৮ পয়েন্ট পেয়েছে ঢাকা।

;

ভারতের লোকসভা

রাহুলের নেতৃত্বে খর্ব হবে বিজেপির স্বেচ্ছাচারিতা!



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত, ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন রাহুল গান্ধী

ছবি: সংগৃহীত, ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন রাহুল গান্ধী

  • Font increase
  • Font Decrease

২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে এনডিএ (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) জোটের সমর্থনে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি- বিজেপি।

২০১৪ ষোড়শতম এবং ২০১৯ সপ্তদশ সালের লোকসভা নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছিল দলটি। আগের দুটি নির্বাচনে সরকার গঠনে এককভাবে সক্ষমতা অর্জন করলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে সরকার গঠন করেছিল বিজেপি।

কিন্তু ২০২৪ সালের অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক দল হিসেবে ২শ ৭২টি আসন পায়নি দলটি। ২শ ৪০টি আসন পেয়ে জোটভুক্ত শরিক দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে সরকার গঠন করে বিজেপি।

এক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও বিহারের জেডি (ইউ) বা জনতা দল (সংযুক্ত)-এর নেতা নীতিশকুমার। এছাড়া ছোটখাটো দলগুলিও বিজেপি সরকার গঠনে ভূমিকা রাখে।

২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই টানা ১০ বছর বিরোধীদলবিহীন ছিল ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা। লোকসভায় বিরোধী দলের আসনে বসতে হলে লোকসভার মোট ৫শ ৪৩টি আসনের মধ্যে অন্তত ৫৫টি আসনে জয়লাভ করতে হবে, শতকরা হারে যা দাঁড়ায় ১০ শতাংশ ভোট।

এই ১০ বছর সংসদের বাইরে সরকারে বিপক্ষে মূল শক্তি হিসেবে ভূমিকা রেখেছে সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস দল। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৯৯টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা অর্জন করেছে দলটি।

২৬ জুন (বুধবার) লোকসভায় এনডিএ জোটের কণ্ঠভোটে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হন ওম বিড়লা। এসময় লোকসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

২০২৪ সালের আমেথির রায়বেরিলি ও কেরালার ওয়ানডা থেকে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী।

বিরোধীদলীয় নেতৃত্বের বিষয়ে পুস্তিকা
ভারতের লোকসভায় বিরোধী দলের নেতার ভূমিকা কী হবে, ২০১২ সালে সে বিষয়ে একটি পুস্তিকা প্রকাশ করে জাতীয় সংসদ। তাতে বলা হয়, লোকসভায় বিরোধীয়দলীয় নেতা হবেন ‘ছায়া মন্ত্রিসভার ছায়া প্রধানমন্ত্রী’। সংসদে যদি সরকারি দল অনাস্থা ভোটে হেরে যায়, তাহলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণসাপেক্ষে তিনিই হবেন পরবর্তী সরকার প্রধান।

পুস্তিকায় আরো বলা হয়, বিরোধীদলীয় নেতা কোনো সাংবিধানিক পদ নয়। তবে মূল মূল সরকারি পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে তার মতামত গুরুত্ব পাবে।

সে হিসেবে লোকসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে রাহুল গান্ধীর বিশেষ ভূমিকা থাকবে। ২০১৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত একটা ১০ বছর বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যেসব সিদ্ধান্ত গ্রহণ করতে পারতো, ২০২৪ সালের লোকসভায় সে আধিপত্য থাকছে না। তাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত খর্ব হবে রাহুল গান্ধী বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায়।

যে সব ক্ষমতা থাকে বিরোধীদলীয় নেতার
ভারতের সংবিধান অনুসারে লোকসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে রাহুল গান্ধী সরকারের সিদ্ধান্ত গ্রহণে যে যে ভূমিকা রাখতে পারবেন, তাহলো-

১. সরকারের সিদ্ধান্তের বিরোধিতা, প্রশ্ন তোলা
সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দিতে না পারলেও সংসদে সে বিষয়ে জবাবদিহিতা করতে বাধ্য করতে পারবেন বিরোধীদলীয় নেতা। তারমানে সরকার চাইলেই বিনা চ্যালেঞ্জে আর কোনো সিদ্ধান্ত এককভাবে বাস্তবায়ন করতে পারবে না।

২. ছায়া মন্ত্রিসভার ছায়া প্রধানমন্ত্রীর দায়িত্ব
কোনো কারণে সরকারে থাকা প্রধামন্ত্রী রাষ্ট্রের দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং সংসদে অনাস্থা ভোটে হেরে যায়, তাহলে সংসদে তার দল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণসাপেক্ষে দেশের স্বার্থে সরকার গঠন করতে পারবে। এজন্য বিরোধীদলীয় নেতা থাকাকালে ‘ছায়া মন্ত্রিসভা গঠন করে ছায়া প্রধানমন্ত্রী’র দায়িত্ব পালন করবেন সংসদের বিরোধীদলীয় নেতা।

৩. গুরুত্বপূর্ণ ইস্যুতে বিতর্ক আহ্বান
যদি বিরোধীদলীয় নেতার ধারণা হয় যে, সমালোচনার ভয়ে সরকার কোনো সিদ্ধান্ত সংসদকে পাশ কাটিয়ে বাস্তবায়ন করতে চায়, তাহলে বিরোধীদলীয় নেতা সরকারের কাছে সংসদে বিতর্কের আহ্বান জানাতে পারবেন।

৪. নীতিগত সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে পরামর্শ প্রদান
বৈদেশিক সম্পর্ক নির্ধারণ এবং জাতীয় নিরাপত্তায় কিংবা জাতির সংকটকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে যৌথ সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। কারণ, বিরোধীদলীয় নেতা দেশের সংহতির প্রতীক হিসেবে কাজ করে থাকেন। সে কারণে দেশের সংকটকালে বিরোধীদলীয় নেতার অঙ্গীকারও প্রয়োজন হয়।

৫. সরকারের সমালোচনা
বিরোধীদলীয় নেতা সংসদে বা দেশের বাইরে সফরকালে সরকারের সমালোচনা করতে পারবেন। তবে তখন তিনি ‘পার্টি পলিটিকস’ করতে পারবেন না।

৬. সংখ্যালঘুদের মুখপাত্র
সংসদের প্রকাশিত পুস্তিকা অনুসারে, লোকসভার বিরোধীদলীয় নেতা হবেন সংখ্যালঘুদের অধিকার রক্ষায় এবং সুবিচারের মুখপাত্র। সে হিসেবে দায়িত্ব তিনি সে দায়িত্ব পালন করবেন।

৭.গুরুত্বপূর্ণ পদে নিয়োগদানে সিদ্ধান্তদানকারী
সরকারি গুরুত্বপূর্ণ পদের নিয়োগে বিরোধীদলীয় নেতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ থাকে। এর মধ্যে রয়েছে, সেন্টাল ব্যুরো ইনভেস্টিগেশন (সিবিআই)-এর পরিচালক নিয়োগ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নিয়োগ এবং জাতীয় পরিদর্শক নিয়োগে মতামত।

এছাড়াও বিরোধীদলীয় নেতা হিসেবে পাবলিক অ্যাকাউন্টস, পাবলিক আন্ডারটেকিংস, হিসাব এবং যৌথ সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ থাকে।

ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ থাকায় রাহুল গান্ধী সহজে বিজেপিকে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেবেন, তা ভাবা যায় না।

এমনিতেই সংসদের বাইরে থাকার সময় ‘ইন্ডিয়া’ ব্লকের সমালোচনার কারণে বিজেপির নির্বাচনি জনসভায় দলের নেতাদের অনেক কিছুই সমঝে বক্তব্য দিতে হয়েছে। এবার লোকসভা বিরোধীদলের তীব্র সমালোচনা ও তর্কবির্তকে যে, বিজেপি তুলোধুনা হবে, তা সহজেই অনুমান করা যায়! বাকিটা সময়ই বলে দেবে, কতটুকু সফল হলেন রাহুল গান্ধী!

;

গৃহযুদ্ধের কবলে পড়তে পারে ফ্রান্স : ইমানুয়েল মাখোঁ



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চরম উদ্বিগ্ন। কারণ আশঙ্কা করা হচ্ছে, ফ্রান্সে গৃহযুদ্ধে শুরু হতে পারে এবং দাঙ্গা আরো চরম আকার ধারণ করতে পারে, যার নমুনা ইতিমধ্যেই ফ্রান্সের অনেক শহরে দেখিয়েছেন বামপন্থীরা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এরপরই মাখোঁ বলেছেন, তার আশঙ্কা আসন্ন সংসদ নির্বাচনে ডানপন্থী বা বামপন্থীরা জয়ী হলে গৃহযুদ্ধের কবলে পড়তে পারে ফ্রান্স।

ফ্রান্সে আরএন দলকে ডানপন্থী এবং নিউ পপুলার ফ্রন্টকে বামপন্থী বলা হয়। এবারের নির্বাচনে তাদের দুজনেরই জোট রয়েছে। এক্সিট পোলে এই জোটের জয়ের ভালো সম্ভাবনা দেখা গেছে।

কিন্তু মাখোঁর মধ্যপন্থী এবং উদারপন্থী দল রেনেসাঁর জয়ের সম্ভবনা বেশ কম। এ কারণেই সম্ভাব্য গৃহযুদ্ধের বিষয়ে মাখোঁর বক্তব্য হালকাভাবে নিচ্ছেন না বিশ্লেষকরা।

সংসদ নির্বাচনের আগে জুনের শুরুতে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে তার ক্ষমতাসীন মধ্যপন্থী দলকে বিরোধী জোটের কাছে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। এছাড়াও ফ্রান্সে বামপন্থীরা যে ধরনের সহিংসতা সৃষ্টি করেছে, তাতে এক ভীতিকর মুহূর্তের সৃষ্টি হয়েছে।

এরপরই সম্প্রতি মাখোঁ ফ্রান্সের বিখ্যাত পডকাস্ট 'জেনারেশন ডু ইট ইওরসেলফ'-এ তার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘নিউ পপুলার ফ্রন্ট কোয়ালিশন পার্টনার আরএন পার্টি এবং বামপন্থী ফ্রান্স আনবোড পার্টির নীতি বিভাজনমূলক। ধর্মীয় দৃষ্টিভঙ্গি বা বিভিন্ন সম্প্রদায়ের ভিত্তিতে তারা দেশের বাসিন্দাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চান। এই নীতি নিয়ে তারা দেশকে কখনোই নিরাপদ রাখতে পারবেন না।’

মাখোঁর গৃহযুদ্ধের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আরএন দলের সভাপতি জর্ডান বারডেলা এই বলে উত্তর দেন যে, ‘একজন প্রেসিডেন্টের কখনোই এমন কথা বলা উচিত নয়।’

এদিকে কয়েক দিন আগেই দ্য গার্ডিয়ান জানিয়েছিল যে, এবারের নির্বাচনে মাখোঁর দল ‘রেনেসাঁ’ ধাক্কা খেতে পারে। সম্ভবত সে কারণেই দেশটিকে এই ভয়ঙ্কর সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছেন মাখোঁ।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে তার দলের পরাজয়ের পর তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা করেন।

উল্লেখ্য, ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সেদিন শুধুমাত্র সেসব আসনেই এই ভোট হবে, যেখানে প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি।

এদিকে, গত সপ্তাহান্তে ফ্রান্সে পরিচালিত একটি সমীক্ষার ফলাফল দেখিয়েছে যে আরএন পার্টি এবং তার মিত্ররা ভোটের প্রথম রাউন্ডে ৩৫-৩৬ শতাংশ ভোট পাবে। আর নিউ পপুলার ফ্রন্ট পাবে ২৭-২৯.৫ শতাংশ ভোট।

জরিপে আরও দাবি করা হয়েছে যে, মাখোঁর রেনেসাঁ ১৯.৫.-২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকতে পারে।

;

চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দল থেকে বহিষ্কার



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহেকে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার (২৭ জুন) ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করেছে চীন।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাতে রয়টার্স জানিয়েছে, এর মাধ্যমে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি আভিযান বেগবান আরো করলো বেইজিং।

উল্লেখ্য, প্রায় দুই মাস উধাও করে রাখার পরে গত বছরের অক্টোবরে লি’কে কোনো রকম ব্যাখ্যা ছাড়াই প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

লি’র রহস্যজনক অন্তর্ধান এবং ক্ষমতাচ্যুত হওয়া বিষয়টি তখন সবার মাঝে তীব্র জল্পনার উদ্রেক করেছিল।

বেইজিংয়ের বৃহস্পতিবারের ঘোষণার মাধ্যমে চীনা কর্তৃপক্ষ প্রথমবারের মতো নিশ্চিত করলো যে, তার নাটকীয় অন্তর্ধানের নেপথ্যে ছিল দুর্নীতির অভিযোগ।

সিসিটিভি অনুসারে, লি’র পূর্বসূরি ওয়েই ফেংহেকেও বৃহস্পতিবার কমিউনিস্ট পার্টি থেকে দুর্নীতির অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

লি এবং ওয়েই-উভয়ই চীনের সশস্ত্র বাহিনী পরিচালনাকারী সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) সাবেক সদস্য ছিলেন।

সিসিটিভি জানিয়েছে, বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে শেষবার জনসমক্ষে দেখা যাওয়ার দুই দিন পর গত বছরের ৩১ আগস্ট দলীয় শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের জন্য লি-কে সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তের অধীনে রাখা হয়েছিল।

সিএমসি-এর কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের তদন্তে দেখা গেছে যে, লি দলীয়ং শৃঙ্খলা গুরুতরভাবে লঙ্ঘন করেছেন, তদন্ত প্রতিহত করেছেন, নিজের এবং অন্যদের জন্য ব্যক্তিগত সুবিধা নিয়েছেন এবং ঘুষের মাধ্যমে বিশাল অর্থ হস্তগত করেছেন।

সিসিটিভির রিপোর্টে আরও বলা হয়েছে, দলের এবং সামরিক বাহিনীর একজন সিনিয়র নেতা হিসাবে লি শাংফু তার মূল লক্ষ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

লি’র বিরুদ্ধে তদন্ত রিপোর্টের সারমর্মে বলা হয়েছে, ‘লি-র অসদাচরণের প্রকৃতি অত্যন্ত গুরুতর, এর প্রভাব এবং ফলাফলও অত্যন্ত ক্ষতিকারক।’

;