তাপমাত্রা বাড়ায় গলছে আব্রাহাম লিংকনের মোমের ভাস্কর্য

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সপ্তাহান্তে তাপমাত্রা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থাপিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ছয় ফুট লম্বা মোমের মূর্তিটি গলতে শুরু করেছে।

এদিকে, ওয়াশিংটনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

গৃহযুদ্ধ-যুগের শরণার্থী শিবির ক্যাম্প বার্কার, যেখানে পূর্বে ক্রীতদাস এবং মুক্ত আফ্রিকান আমেরিকানদের রাখা হয়েছিল, সেখানে আব্রাহাম লিঙ্কনের মোমের মূর্তিটি স্থাপন করা ছিল।

বিবিসি জানিয়েছে, উচ্চ তাপমাত্রার কারণে তার মোমের মূর্তিটি গলে বিকৃত হয়ে গেছে ।

বিজ্ঞাপন

বিবিসি আরও জানিয়েছে, জ্বলন্ত উত্তাপের কারণে প্রথমে মূর্তির মাথা এবং পরে পা গলতে শুরু করে। কর্তৃপক্ষ এখন ভাস্কর্যটি মেরামত করছে।

উল্লেখ্য, মূর্তিটির দেখভাল করে অলাভজনক সংস্থা কালচারাল ডিসি।

সংস্থাটিও এক প্রতিক্রিয়ায় বলেছে, ‘আসন্ন নির্বাচন কিংবা এই রেকর্ড মাত্রার উত্তাপই যাই হোক না কেন, আমরা সবাই শেষ!’

মোম মনুমেন্ট সিরিজের অংশ হিসেবে মূর্তিটি তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষ্কর্যশিল্পী স্যান্ডি উইলিয়ামস।