আমি জানি কীভাবে সত্য বলতে হয় : বাইডেন



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে অনেকটাই নিষ্প্রভ ছিলেন জো বাইডেন। ট্রাম্পের সামনে তার এই বিপর্যয়ের কারণে অনেক ডেমোক্রেটিক সমর্থকের মনে আতঙ্ক তৈরি হয়েছে।

তবে রয়টার্স জানিয়েছে, বাইডেন নিজে এখনো যথেষ্ট আশাবাদী। শনিবার (২৯ জুন) একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আগামী নভেম্বরে নিজের জয়ের ব্যাপারে বড় অর্থদাতাদের আশ্বস্ত করেছেন বাইডেন।

নিউইয়র্ক ও নিউ জার্সিতে ওই তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ফার্স্ট লেডি জিল বাইডেন তার সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে জিল দৃঢ়ভাবে ৮১ বছর বয়সী স্বামীর পক্ষে কথা বলেছেন। এদিন এক সমাবেশে জিল বলেন, ‘জো এই কাজের জন্য শুধু সঠিক ব্যক্তিই নন। তিনি এ দায়িত্বের জন্য একমাত্র ব্যক্তি।’

গত বৃহস্পতিবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএনের স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে ওই বিতর্ক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারের বিতর্কে বাইডেন বার বার কথার খেই হারিয়ে ফেলছিলেন। ট্রাম্পের সামনে তার কথা আটকেও যাচ্ছিল। ওই বিতর্কের পর থেকে বাইডেনের বয়স এবং তাঁর মানসিক সক্ষমতা নিয়ে থাকা সংশয় ও গুঞ্জন আরও জোরালো হয়েছে।

ওই বিতর্কের পর বাইডেনের নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো উচিত কি না, বা ডেমোক্রেটিক পার্টি তাঁর বিকল্প প্রার্থী খুঁজবে কি না সে বিষয়েও আলোচনা শুরু হয়ে গেছে।

নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডসহ অনেক রাজনৈতিক ধারাভাষ্যকার ওই বিতর্কের পর বাইডেনকে সরে দাঁড়াতে বলেছেন।

তবে এখন পর্যন্ত নির্বাচিত কোনো শীর্ষ পর্যায়ের ডেমোক্রেটিক নেতা বাইডেনকে এমন কথা বলেননি। বরং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিনটন শুক্রবার প্রকাশ্যে বাইডেনের প্রতি তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সেদিন নর্থ ক্যারোলিনায় বাইডেন নিজেও জ্বালাময়ী এক বক্তৃতায় বলেন, ‘আমি আগের মতো সহজে হাঁটতে পারছি না। আমি আগের মত সাবলীলভাবে কথা বলতে পারছি না। আমি আগের মত বিতর্কেও ভালো করতে পারছি না। কিন্তু, আমি জানি কীভাবে সত্য বলতে হয়। আমি জানি কীভাবে এই দায়িত্ব পালন করতে হবে।’

পড়ে গেলও পুনরায় উঠে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শনিবার এক সমাবেশে বাইডেন আরও বলেন, ‘ওই রাতটা আমার জন্য দারুণ কিছু ছিল না, ট্রাম্পের জন্যও না। আমি আপনাদের বলছি, এই নির্বাচনে আমরাই জিততে চলেছি।’

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ৫০ জনের মৃত্যু



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের উত্তর প্রদেশের হাতরাস শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও তিন শিশুসহ অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। 

এনডিটিভি জানায়, প্রার্থনা সভা (সৎসঙ্গ) চলাকালীন পদদলিত হয়। কমিউনিটি হেলথ সেন্টারের ভিজ্যুয়ালে দেখা গেছে, কান্নারত স্বজনদের উপস্থিতিতে বাস ও টেম্পোতে বেশ কিছু মরদেহ সেখানে আনা হচ্ছে।

এক্স-এর একটি পোস্টে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য। আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী এবং সন্দীপ সিং ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং মুখ্য সচিব ও পুলিশের মহাপরিচালককেও সেখানে পাঠানো হয়েছে। 

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্যানেলের নেতৃত্বে থাকবেন আগ্রার অতিরিক্ত পুলিশ মহাপরিচালক এবং আলিগড় কমিশনার।

এ ঘটনায় দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স-এ একটি পোস্টে বলেছেন, "ঘটনাটি হৃদয়বিদারক। যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।"

;

নারীদের জনজীবনে ফিরতে দিন- আফগান প্রতিনিধিদের প্রতি জাতিসংঘ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত, কাতারের রাজধানী দোহা সম্মেলনে উপস্থিত তালেবান প্রতিনিধি

ছবি: সংগৃহীত, কাতারের রাজধানী দোহা সম্মেলনে উপস্থিত তালেবান প্রতিনিধি

  • Font increase
  • Font Decrease

কাতারের রাজধানী দোহা সম্মেলনে প্রথমবারে মতো যোগ দেওয়া তালবান প্রতিনিধিদের প্রতি আফগানিস্তানের নারীদের সাধারণ জনজীবনে ফিরিয়ে আনতে আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো কাতারের দোহায় দু’দিনব্যাপী আফগানিস্তান বিষয়ে এক সাইড আলোচনায় এ আহ্বান জানান। রবি ও সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ জুলাই) ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, সোমবার (১ জুলাই) জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের সাইড লাইনে সিভিল সোসাইটের বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় তালেবান প্রতিনিধিদেরও সঙ্গেও আলোচনায় বসেন জাতিসংঘের প্রতিনিধিরা। তখন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো তালেবান প্রতিনিধিদের প্রতি এ আহ্বান জানান।

২০২১ সালের ১৫ আগস্ট দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এবারই প্রথম জাতিসংঘ আয়োজিত দোহা সম্মেলনে তালেবান প্রতিনিধিদের আহ্বান জানানো হয়।

তালেবান সরকার দেশটির ক্ষমতা দখলের পর নারীদের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাদের ঘরে থাকার নির্দেশনা জারি করে।

এদিকে, মানবাধিকারবিষয়ক সংস্থাগুলো আফগানিস্তানের নারী অধিকার প্রতিনিধিদের দোহা সম্মেলনে যোগদানে বিরত রাখায় জাতিসংঘের সমালোচনা করেছে।

এ বিষয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রোজম্যারি ডিকার্লো এক সংবাদ সম্মেলনে বলেন, কর্তৃপক্ষ আফগানিস্তানের সিভিল সোসাইটির সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠকে বসেনি এটা ঠিক, তবে আফগানিস্তানের সাধারণের জনজীবনে নারীদের ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা উপলব্ধি করে জাতিসংঘ।

জাতিসংঘ আয়োজিত দোহা সম্মেলন রবি ও সোমবার অনুষ্ঠিত হয়। এক বছরের ব্যবধানে তৃতীয়বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২১ সালের পর এইবারই প্রথম তালেবান প্রতিনিধিদের এ সম্মেলনে যোগদানের জন্য আহ্বান জানানো হয়।

এদিকে, আফগানিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আরো আলোচনা হবে বলে জানানো হয়েছে সভায়। আফগানিস্তানের অর্থনৈতিক সংকট ও সে দেশে মাদক তৈরির পপিফুলের চাষাবাদ বন্ধ করতে আরো আলোচনা করা হবে বলে প্রকাশিত সংবাদে জানানো হয়।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর কোনো দেশ তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে অনেক দেশই তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদের মধ্যে রাশিয়া অন্যতম।

;

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ নিহত ২৭



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: এনডিটিভি

ছবি: এনডিটিভি

  • Font increase
  • Font Decrease

ভারতের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও তিন শিশুসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দেশটির উত্তর প্রদেশের হাথরাসে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, প্রার্থনা সভা (সৎসঙ্গ) চলাকালীন পদদলিত হয়। কমিউনিটি হেলথ সেন্টারের ভিজ্যুয়ালে দেখা গেছে, কান্নারত স্বজনদের উপস্থিতিতে বাস ও টেম্পোতে বেশ কিছু মরদেহ সেখানে আনা হচ্ছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করার নির্দেশে দিয়েছেন।

উত্তর প্রদেশের ইটাহের চিফ মেডিকেল অফিসার ডা. উমেশ কুমার ত্রিপাঠী বলেছেন, আমরা ২৭টি মরদেহ পেয়েছি, যার মধ্যে ২৫ জন মহিলা এবং দু'জন পুরুষ। কিছু আহতকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শুনেছি একটি ''সৎসঙ্গ'' চলাকালীন পদদলিত হয়েছিল।

ইটাহের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজেশ কুমার বলেছেন, হাথরাসের সিকান্দ্রা রাও থানা এলাকায় একটি গ্রামে পদদলিত হয়ে নিহতদের মধ্যে তিন জন শিশু রয়েছে।

;

ইউক্রেনের পাঁচ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ইউক্রেনের বিমান ঘাঁটিতে হামলা

ইউক্রেনের বিমান ঘাঁটিতে হামলা

  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া।

মঙ্গলবার (২ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, তারা পোলতাভা অঞ্চলের ইউক্রেনের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি এসইউ-২৭ যুদ্ধবিমান ধ্বংস করেছে। যদিও ইউক্রেন মস্কোর ওই দাবিকে অতিরঞ্জিত বলে ব্যাখ্যা করেছে।

বার্তাসংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, রাশিয়ার হামলার সময় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এবং ইউক্রেনের বিমানঘাঁটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান হাতে পাওয়ার আগেই কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করতে বিমানঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে রাশিয়া।

আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থার দিক দিয়ে কিয়েভ মস্কোর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জাস্টিন ব্রঙ্ক বলেছেন, বিমান-প্রতিরক্ষার ক্ষেত্রে ইউক্রেনের সামরিক বাহিনীতে গোলাবারুদের সংকট রয়েছে। রাশিয়ার হামলা আরও জোরালো হওয়ার শঙ্কায় ইতোমধ্যেই তারা তাদের মূল্যবান আকাশযানগুলোকে এয়ারফিল্ড থেকে নিরাপদে সরিয়ে নিচ্ছে। তিনি বলেছেন, যদি রাশিয়া তাদের হামলায় সফল হয় তাহলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

রয়টার্স বলছে, রাশিয়া ইউক্রেনের বিমানঘাঁটিগুলোকে এমন এক সময়ে লক্ষ্যবস্তু করছে যখন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান হাতে পাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। যদিও মার্কিন এসব যুদ্ধবিমান ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

;