দুর্নীতির মামলায় আদালতে হাজির স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দুর্নীতি ও প্রভাব বিস্তারের মামলায় শুক্রবার (৫ জুলাই) মাদ্রিদের একটি আদালতে হাজির হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ।

রয়টার্স জানিয়েছে, এই কেলেঙ্কারির কারণে তার স্বামী পেদ্রো সানচেজ গত এপ্রিলে পদত্যাগ করার কথা ভেবেছিলেন।

বিজ্ঞাপন

ব্যবসায়িক লেনদেনকে প্রভাবিত করার জন্য প্রধানমন্ত্রীর স্ত্রী হিসাবে তার অবস্থান ব্যবহার করেছিলেন কিনা তার প্রাথমিক তদন্তের অংশ হিসাবে শুক্রবার আদালতে হাজিরা দিতে হয় বেগোনাকে।

বেগোনা কিংবা তার আইনজীবী কেউই বিচারকের সামনে উপস্থিতির আগে আদালতের বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

বিজ্ঞাপন

এদিকে, বিচারক শুনানি শুরু হওয়ার কয়েক মিনিট পরেই শুনানি স্থগিত করে আগামী ১৯ জুলাই শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বারবার এবং জোরালোভাবে তার স্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই মামলা ভিত্তিহীন এবং ডানপন্থী রাজনৈতিক বিরোধীদের দ্বারা পরিচালিত।

বেগোনা গোমেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মানোস লিম্পিয়াস, মানে ক্লিন হ্যান্ডস, মিগুয়েল বার্নাডের নেতৃত্বে দুর্নীতিবিরোধী কর্মীদের একটি গ্রুপ।

এদের মধ্যে একজন আইনজীবী এবং রাজনীতিবিদ ইউরোপীয় নির্বাচনে একটি অতি-ডান দলের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন।

মানোস লিম্পিয়াস বেগোনা গোমেজের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি কোর্সের জন্য স্পনসরদের সুরক্ষিত করার জন্য তার প্রভাব ব্যবহার করেছেন বেগোনা।