নিজেকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট বললেন বাইডেন!
ফের বড়সড় ভুল করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি নিজেকে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট বলে দাবি করেন তিনি।
সম্প্রতি একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনকে বলতে শোনা যায়, ‘আমি গর্বিত যে, আমি প্রথম ভাইস প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ নারী।’
একটি এক্স হান্ডেলের পোস্টে বাইডেনের এই মন্তব্যের অডিও পোস্ট করা হয়।
প্রসঙ্গত, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন বারাক ওবামা। আর ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন।
আবার বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী এবং অশ্বেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন কমলা হ্যারিস। ধারণা করা হচ্ছে, ওবামা এবং কমলার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়েই গুলিয়ে ফেলেন বাইডেন।
এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার (৪ জুলাই) তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে নেমেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
সেদিন বাইডেনের কাঁপা-কাঁপা গলা, বক্তব্যের খেই হারিয়ে ফেলা-এ সব নিয়ে ট্রাম্প তাকে যথেষ্ট তাচ্ছিল্য করেছিলেন।
তারপরেই ডেমোক্র্যাটদের একাংশ বাইডেনকে সরিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করার দাবি তোলেন। কিন্তু, ট্রাম্পের বিরুদ্ধে ভোটে লড়তে অনড় বাইডেন।
এই পরিস্থিতিতে তার নতুন এই ভুল মন্তব্য ডেমোক্র্যাট শিবিরের বিড়ম্বনা বৃদ্ধি করবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।