ভারতে ভবন ধসে নিহত ৭, রাতভর অভিযান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভবটির ৩০টি অ্যাপার্টমেন্টের মধ্যে পাঁচটিতে বাসিন্দারা ছিল

ভবটির ৩০টি অ্যাপার্টমেন্টের মধ্যে পাঁচটিতে বাসিন্দারা ছিল

ভারতের গুজরাট প্রদেশের সুরাত এলাকার  শচীন পালি গ্রামে অবস্থিত একটি ছয়তলা ভবন ধসে পড়ার ঘটনায় সাতজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছেন উদ্ধারকর্মীরা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ভবনটি ধসে পড়ার পরই রাতভর অভিযান চালানো হয়। পরে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে এ ঘটনা ঘটেছে বলে রোববার (৭ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ওই আবাসিক ভবটির ৩০টি অ্যাপার্টমেন্টের মধ্যে পাঁচটিতে বাসিন্দারা ছিল।

অগ্নিনির্বাপক প্রধান বাসান্ত পেরেক বলেন, রাতভর অভিযান চালিয়ে স্থানীয় সময় সকাল ৬টার দিকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, উদ্ধার অভিযান এখনো চলমান। তবে উদ্ধারকর্মীদের ধারণা ধ্বংসস্তূপের মধ্যে আর কেউ নেই।  

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ধ্বংসস্তূপের মধ্য থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ভবন ধসে পড়ার ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটের দিকে এটিকে ভেঙে ফেলা হয়।

২০১৭ সালে ভবনটি নির্মাণ করা হয়। এটি ধসে পড়ার সময় সেখানে পাঁচটি পরিবার ছিল। পুলিশ জানিয়েছে, ভবনটি ধসে পড়ার সময় অনেকে বাইরে কাজে ছিলেন। তবে যারা মারা গেছেন, তারা ভবনটির ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন।