গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলা/ছবি: এএফপি

গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলা/ছবি: এএফপি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

রোববার (০৭ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ভবনটির মধ্যে গাজার নুসিরাত শরণার্থী শিবিরের হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

ইসরায়েল বলেছে, তারা যে ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সে ভবনে হামাসের সৈন্যরা ছিল।

বিজ্ঞাপন

প্রায় আট মাস ইসরায়েল এবং হামাসের চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার মধ্যে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, গাজার ঘণবসতিপূর্ণ এলাকার একটি স্কুলকে লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায়। এ ভবনে প্রায় ৭ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস এর দেওয়া তথ্য মতে, গত ৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনের ৩৮ হাজার ৯৮ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৮৮ হাজার মানুষ। এসময় প্রাণ হারিয়েছেন শতাধিক সাংবাদিক। অন্যদিকে ইসরায়েলের ১ হাজার ২০০ নিহত হয়েছে।