৬০ শতাংশ হামাস যোদ্ধা হয় নিহত না হয় আহত হয়েছে : গ্যালান্ট

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের প্রথম নয় মাসে ৬০ শতাংশ হামাস যোদ্ধা হয় নিহত না হয় আহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টে এক বিবৃতিতে পুনরায় নিশ্চিত করে গ্যালান্ট বলেছেন, ইসরায়েল হামাসকে নির্মূল করার এবং গাজা থেকে সকল জিম্মিকে ফিরিয়ে আনার লক্ষ্য পূরণে সংকল্পবদ্ধ।

বিজ্ঞাপন

গ্যালান্ট নিষ্ঠা, ত্যাগ ও সাফল্যের সঙ্গে কাজ করার জন্যে তার সেনাদের প্রশংসা করে বলেন, ‘এই যুদ্ধে অর্জন অনেক।’

তিনি বলেন, ‘আমরা হামাস সন্ত্রাসীদের ৬০ শতাংশকে হয় ধ্বংস না হয় আহত করেছি। এ ছাড়া ফিলিস্তিনের সশস্ত্র এই গ্রুপের ২৪ ব্যাটালিয়ানকে চূর্ণ করেছি।’

বিজ্ঞাপন

যদিও হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি গ্যালান্ট।

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তারা তাৎক্ষণিক কোনো পরিসংখ্যান তৈরি করতে পারেনি।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে ইসরায়েল।

গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৮,২৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু।