লেবানন-ইসরায়েল সীমান্তে এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) লেবানন থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। ওই হামলার পর লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলি এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল।

শুক্রবার (১২ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, উদ্ধার হওয়া ওই সৈন্যের বয়স ৩৩ বছর। তিনি একজন সার্জেন্ট ছিল। তবে কীভাবে তিনি মারা যান তা উল্লেখ করেনি। 

তবে ইসরায়েলের হারেৎজ সংবাদপত্র বলেছে, তিনি হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে নিয়মিত গুলি বিনিময় চলছে। তাদের মধ্যকার এই সংঘাত একটি পূর্ণ মাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা করছে তারা। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হলেই সীমান্তে গোলাগুলি বন্ধ করবে হিজবুল্লাহ যোদ্ধারা।