ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে মেটা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে মেটা। রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১২ জুলাই) এই ঘোষণা দেয় মেটা।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা ক্যাপিটল হিলে ২০২১ সালের জানুয়ারি মাসে ভাঙচুরে উসকানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

মেটা বলেছে, ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হিসেবে তিনি উচ্চতর স্থগিতাদেশের শাস্তির অধীন থাকছেন না।’

এর আগে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে ভাঙচুর চালানোর একদিন পর তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

সে সময় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতায় জড়িত ব্যক্তিদের প্রশংসা করেছেন।

পরে ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে মেটা ট্রাম্পের অ্যাকাউন্ট আবারও সক্রিয় করে। তবে তাতে নিষেধাজ্ঞা বহাল ছিল। অবশেষে সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হলো।

মেটা এক ব্লগ পোস্টে বলেছে, ‘রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আমাদের দায় মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে, যুক্তরাষ্ট্রের জনগণ তাদের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীতদের বক্তব্য জানার অধিকার রাখেন।’

এতে আরো বলা হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরাও আর সব ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মতো একই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অধীন থাকবেন।’

উল্লেখ্য, অপরাধে দোষী সাব্যস্ত হওয়া যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। তার টুইটার ও ইউটিউব একাউন্টও নিষিদ্ধ করা হয়।

এসব নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মত প্রকাশ করে আসছিলেন।