হামাসের সামরিক প্রধানকে টার্গেট করে ইসরায়েলের হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েলের আর্মি রেডিও শনিবার (১৩ জুলাই) বলেছে, দেশটির সেনাবাহিনী হামাসের সামরিক প্রধানকে লক্ষ্য করে গাজার খান ইউনিসে হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে রয়টার্স জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিজ্ঞাপন

আর্মি রেডিও আরো জানিয়েছে, ওই হামলায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন কিনা, তা স্পষ্ট নয়।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আর্মি রেডিও’র প্রতিবেদনটি খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, খান ইউনিসের নাসের হাসপাতালে ২০টি মৃতদেহ ও ৯০ জন আহত ফিলিস্তিনিকে আনা হয়েছে।

অন্যদিকে, হামাস পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, ওই হামলায় সিভিল ইমার্জেন্সি সার্ভিসের সদস্যসহ অন্তত ১০০ জন নিহত ও আহত হয়েছে।

তবে, হামলা স্থলে দেইফ উপস্থিত ছিলেন কিনা তা নিশ্চিত করেনি হামাস।

হামাসের সিনিয়র কর্মকর্তা আবু জুহরি রয়টার্সকে বলেন, ‘ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন। তাদের উদ্দেশ্য হলো ভয়ঙ্কর গণহত্যার ন্যায্যতা তুলে ধরা।’

প্রসঙ্গত, হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১.২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করে।

এরপর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।