ট্রাম্পকে হামলার চিত্র প্রকাশ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে গিয়ে হামলার শিকার হন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প।

ট্রাম্প জানান, এতে তার ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। কথা বলেছেন গুলিবিদ্ধ ট্রাম্পের সাথে।

ওই ঘটনার কিছু চিত্র তুলে ধরেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। একনজরে দেখে নেয়া যাক ছবিগুলো-

বিজ্ঞাপন
গুলিবিদ্ধ ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নিচ্ছে সিক্রেট সার্ভিস এজেন্টরা। [জিন জে পুস্কর/এপি ছবি]
বাটলার শহরে গুলি চালানোর পর ট্রাম্পকে মঞ্চ থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয়েছিল। [ইভান ভুচি/এপি ছবি]
ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে রেখেছেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। [জিন জে পুস্কর/এপি ছবি]
হামলাকারী গুলি চালানোর পর পুলিশ স্নাইপারের দিকে পাল্টা গুলি চালায়। [জিন জে পুস্কর/এপি ছবি]
বাটলার কাউন্টির জেলা অ্যাটর্নি রিচার্ড গোল্ডিংগার বলেছেন, বন্দুকধারী মারা গেছেন। [এএফপি এর মাধ্যমে আন্না মানিমেকার/গেটি ইমেজ]
এফবিআই বলছে, হত্যার জন্যই ট্রাম্পের ওপর হামলা চালানো হয়। [রেবেকা ড্রোক/এএফপি]
গুলি করার পর ট্রাম্পকে ঘিরে রেখেছে সিক্রেট সার্ভিস এজেন্টরা। তখন সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল এমন। [জিন জে পুস্কর/এপি ছবি]
ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর পর স্টেট পুলিশ এক ব্যক্তিকে স্ট্যান্ড থেকে সরিয়ে দিচ্ছে। [রেবেকা ড্রোক/এএফপি]
গুলি চালানোর পর ট্রাম্প সমর্থকরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে। [ব্রেন্ডন ম্যাকডার্মিড/রয়টার্স]
উইসকনসিনের মিলওয়াকিতে ফিসার্ভ ফোরামের বাইরে লোকেরা হামলার খবর দেখছে। [অ্যান্ড্রু ক্যাবলেরো-রেনল্ডস/এএফপি]