নিউইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হতাহত ৭
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের রচেষ্টার সিটির একটি পার্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। স্থানীয় সময় রোববার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় রচেস্টার পার্কের ভিতরে বন্দুকযুদ্ধের সময় অন্তত একজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। পুলিশ জানায়, পার্কের ভেতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। রচেস্টার পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন গ্রেগ বেলো এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পার্কের ভেতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বেশ কয়েকজনকে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখে। গুলিবিদ্ধ নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় সামান্য আহত অবস্থায় আরও পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।