যুক্তরাজ্যে ছুরি হামলায় আহত ৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: যুক্তরাজ্যে ছুরি হামলা

ছবি: যুক্তরাজ্যে ছুরি হামলা

যুক্তরাজ্যের উত্তরপশ্চিমাঞ্চলের সাউথপোর্ট এলাকায় ছুরি হামলার ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকের এই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সাউথপোর্টের পুলিশ জনিয়েছে, তারা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে তথ্য পেয়েছে। স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে পুলিশকে ফোন করে সাউথপোর্টের হার্ট স্ট্রিটের একটি এলাকাতে হামলার এই তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের সশস্ত্র পুলিশ হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যাক্তিকে আটক করেছে। দেশটির পুলিশ বলছে, হামলার ঘটনা ঘটলেও ওই এলাকার জনসাধারণের জন্য বড় কোনও হুমকি নেই।

বিজ্ঞাপন

নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস (এনডব্লিউএএস) বলেছে, তারা ছুরিকাঘাতে আহত আট রোগীকে চিকিৎসা দিয়েছে এবং কয়েকজনকে অ্যাল্ডার হে চিলড্রেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, ছুরি হামলার ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, একাধিক ছুরিকাঘাতের এই ঘটনায় ‘‘ভয়াবহ এবং অত্যন্ত মর্মান্তিক।’’