আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে ইসরায়েলে আক্রমণের সম্ভাবনা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে ইসরায়েলে আক্রমণের সম্ভাবনা

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে ইসরায়েলে আক্রমণের সম্ভাবনা

হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিক্রিয়া হিসেবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর আশঙ্কা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

সোমবার (০৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য প্রচার করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিজ্ঞাপন

মার্কিন প্রকাশনা অ্যাক্সিওসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরান ও হিজবুল্লাহ আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করতে পারে বলে জি-সেভেন সমকক্ষদের জানিয়েছেন ব্লিঙ্কেন। তাই ইরান ও হিজবুল্লাহকে আক্রমণ সীমিত করতে এবং ইসলায়েলি প্রতিক্রিয়া রোধ করার জন্য জি-সেভেন সমকক্ষ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এই প্রেক্ষিতে জি-সেভেনের অন্তর্ভুক্ত কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাজ্য একটি বিবৃতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনার বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছে। একইসাথে সকল পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে দেশগুলো।

বিজ্ঞাপন