ইরানে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৩৫ পূণ্যার্থী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইরানে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৩৫ পূণ্যার্থী নিহত

ইরানে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৩৫ পূণ্যার্থী নিহত

ইরানে এক সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৩৫ জন পূণ্যার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে।

দ্রুতগতিসম্পন্ন একটি বাসে করে যাওয়ার সময় এটির ব্রেক ফেল হলে উল্টে গিয়ে একটি স্কুলে ধাক্কা মারে। উল্টে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলেই ৩০ জন মারা যায় বলে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।

বুধবার (২১ আগস্ট) পাকিস্তানের দ্য ডন, দ্য নিউজ ও জিওটিভির খবরে এ তথ্য জানানো হয়। বাসটিতে মোট ৫৩ জন পূণ্যার্থী ছিলেন। এর মধ্যে ১৪ জন নারী।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, বুধবার ভোরে ইরানের ইয়াজড অঞ্চলের তাফতান-ডেহশির সীমান্তের চেক পয়েন্টে বাসটির ব্রেক ফেল হলে উল্টে গিয়ে পাশের একটি স্কুলের দেওয়ালে ধাক্কা মারে।

ইরানে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুদাসসির টিপু মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় ২৮ জনের নিহত হওয়ার কথা নিশ্চিত করার পাশাপাশি জানান, এঘটনায় আরো ২৩ জন আহত হয়েছেন।

পাকিস্তানের হাইকমিশনার জানান, হাইকমিশন থেকে ৭শ কিলোমিটার দূরে বাসটি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর পাকিস্তানের হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছেন।

এদিকে, লারকানা পিস কমিটির এক সদস্য মাওলানা কোমর আব্বাস নাকভি বলেছেন, বাসটি দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলে ৩০ জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জনের অবস্থা খুবই গুরুতর।