গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৩ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

শনিবার (৬ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ আপডেট প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার গাজা উপত্যকায় জুড়ে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে একটি স্কুলে আশ্রয় নেওয়া আটজন নিহত হয়েছে। 

ইসরায়েল জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় উত্তর গাজার হালিমাহ আল-সাদিয়াহ স্কুলে হামলা চালিয়েছে। যেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া আট ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরেও হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৩ বছর বয়সী বানা আমজাদ বকর ছিলেন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে শিশুদের। চরম অবস্থা পার করছে তারা। একদিকে খাদ্য, পানি ও বিদ্যুৎ সংকট, অন্যদিকে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ফলে অপুষ্টিতে ভুগছে হাজার হাজার শিশু।

গাজায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত নৃশংস হামলায় গাজার বিস্তীর্ণ অঞ্চলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকট দেখা দিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী ও শিশুরা।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এ পর্যন্ত ৪০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ হাজার ৪৫৪ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের ১ হাজার ১৩৯ জন নাগরিক নিহত হয়েছেন।