একই রাতে ইউক্রেনের ১৪৪ ড্রোন হামলা রাশিয়ায়
একই রাতে রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন অঞ্চলে ১শ ৪৪টি ড্রোন হামলা করেছে ইউক্রেন। এর মধ্যে রাশিয়া অনেক ড্রোন হামলা প্রতিরোধ করতে পেরেছে।
এ হামলায় মধ্যবয়েসি এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট এ খবর জানায়।
খবরে বলা হয়, ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কোসহ এর আশেপাশের অঞ্চলে রাতভর ১শ ৪৪টি ড্রোন হামলা করেছে।
এ বিষয়ে মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় ৪৬ বয়েসি এক নারী নিহত হয়েছেন। এছাড়া আরো কয়েক জন আহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার এয়ার ফোর্স ব্রিয়ানস্ক অঞ্চলে ৭২টি, মস্কোতে ২০টি, কুর্স্কে ১৪টি, তুলায় ১৩টি এবং অন্যান্য অঞ্চলে ২৫টির বেশি ড্রোন হামলা প্রতিহত করেছে।
সোমবার রাতের হামলাই ছিল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি ড্রোন হামলা ইউক্রেনের।