কোনো আক্রমণই দমাতে পারবে না: ডোনাল্ড ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক ,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতিপক্ষের কোনে হামলাই দমাতে পারবেনা বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় গলফ মাঠের কাছে গোলাগুলির পর তিনি এ কথা জানিয়েছেন। এছাড়া কখনোই আত্মসমর্পণ করবেন না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতির মাধ্যম ডোনাল্ড ট্রাম্প জানান, ফ্লোরিডায় তার কাছাকাছি স্থানে গুলি চালানো হয়েছে। তবে তিনি নিরাপদ ও ভালো আছেন।

ট্রাম্প আরও জানান, কোনো কিছুই তাকে দমাতে পারবে না। তিনি কখনো আত্মসমর্পণ করবেন না। তাকে সমর্থনের জন্য তিনি সব সময় তার সমর্থকদের ভালোবেসে যাবেন।

বিজ্ঞাপন

এদিকে, গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলিতে কানে আঘাত পেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প।