গাজায় ইসরায়েলি হামলায় ১১০০০ শিক্ষার্থী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গাজায় ইসরায়েলি হামলায় ১১০০০ শিক্ষার্থী নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ১১০০০ শিক্ষার্থী নিহত

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া অনেকে আটকা পড়ার আশঙ্কা করছে উদ্ধারকারীরা।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মিশরে তিনদিনের সফরে যাচ্ছেন। সেখানে তিনি গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা করবেন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে শিশুদের। চরম অবস্থা পার করছে তারা। একদিকে খাদ্য, পানি ও বিদ্যুৎ সংকট, অন্যদিকে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ফলে অপুষ্টিতে ভুগছে হাজার হাজার শিশু।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এ পর্যন্ত ৪১ হাজার ২৫২ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫ হাজার ৪৯৭ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নাগরিক নিহত হয়েছে। এছাড়াও ২০০ জনের বেশি মানুষ বন্দি রয়েছে।