লেবাননে সমন্বিত বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেবাননে সমন্বিত বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩২

লেবাননে সমন্বিত বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩২

লেবানন জুড়ে সমন্বিত হামলায় পেজার বিস্ফোরণের পর ওয়াকি-টকি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গল ও বুধবার পরপর সমন্বিত বিস্ফোরণে লেবাননে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েক হাজার বাসিন্দা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ইসরায়েলকে সম্পূর্ণভাবে দায়ী করেছে হিজবুল্লাহ। তবে এ হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

বিজ্ঞাপন

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদে এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলদারিত্ব বন্ধ করার জন্য ইসরাইলকে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।