ইরানে খনি বিস্ফোরণে নিহত ৩০, নিখোঁজ ২২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানে এক খনি বিস্ফোরণে অন্তত ৩০জন নিহত এবং নিখোঁজ রয়েছেন আরও ২২ জন।

রোববার (২২ সেপ্টেম্বর) ইরান ইন্টারন্যাশনাল এ খবর প্রকাশ করে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রোববার সকালে ইরানের পূর্বাঞ্চলে তাবাসের একটি খনিতে বিস্ফোরণ ঘটলে এখন পর্যন্ত ৩০ জন নিহত এবং আরও ২২ জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ১৭ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রোববার সকালে তাবাসের খনির দুটি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে ৩০ জন নিহত হন এবং আরও ২২ জন নিখোঁজ রয়েছেন। মোট ৬৯ জন শ্রমিক তখন খনিতে কর্মরত ছিলেন।

মাদানজু নামে একটি কোম্পানি খনিটি পরিচালনা করে থাকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রেড ক্রিসেন্টের বরাত দিয়ে জানায়, আহত ১৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ২৪ জন নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর জাভেদ ঘানাট খনি বিস্ফোরণে ৩০ জনের নিহত এবং ১৭ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।