ইরানে খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইরানে খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫১

ইরানে খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫১

ইরানে খনি বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও ২০ জন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে ইরানের পূর্বাঞ্চলে তাবাসের একটি খনিতে বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৫১ জন নিহত এবং আরও ২০ জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার সকালে তাবাসের খনির দুটি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। সেখানে মোট ৬৯ জন শ্রমিক কর্মরত ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রেড ক্রিসেন্টের বরাত দিয়ে জানায়, আহত ১৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ২০ জন নিখোঁজ রয়েছেন। মাদানজু নামে একটি কোম্পানি খনিটি পরিচালনা করে থাকে।