লেবাননে ইসরাইলের হামলায় নিহত বেড়ে ৩৫৬, আহত ১২৪৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক হাজার ২৪৬ জন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। 

বিজ্ঞাপন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার লেবাননের উত্তর সীমান্ত বরাবর আকাশ পথে হামলা চালায় ইসরায়েল। সে এলাকা থেকে লোকজনকে সরে দেওয়ার নির্দেশ দেওয়ার পর এ হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত নারী, শিশু ও দুই চিকিৎসকসহ অন্তত ৩৫৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের মধ্যে ২৪ শিশু, ৩৯ জন নারী রয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত এক হাজার ২৪৬ জন আহত হয়েছেন।

এতে হাজার হাজার লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন বলেও গণমাধ্যমটি জানায়। 

বিজ্ঞাপন

এদিকে এমন ঘটনার নিন্দা জানিয়ে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়, এই হামলা বন্ধে "আন্তর্জাতিক শক্তি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে হস্তক্ষেপ করার" আহ্বান জানিয়েছে।