গাজায় ইসরায়েলি হামলা: ২৪ ঘণ্টায় নিহত ১২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১২

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক কাহিনীর বোমা হামলায় আরও ১২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল থেকে গাজা জুড়ে অব্যাহত ইসরায়েলি বাহিনীর বোমা হামলার ফলে গত ২৪ ঘণ্টায় শিশুসহ কমপক্ষে আরও ১২জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী গাজার বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া স্কুলে গত তিনদিনে তিনটি হামলায় ৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ঘটনার পর জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইসরায়েলি সেনাবাহিনীকে ফিলিস্তিনিদের আশ্রয় প্রদানকারী স্কুলগুলিতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার (২৩ সেপ্টেম্বর) লেবাননে ইসরায়েলি বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত নারী-শিশু ও চিকিৎসকসহ অন্তত ৫৫৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক হাজার ৮শ’ ৩৫ জন। নিহতের মধ্যে ৫০ শিশু রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে শিশুদের। চরম অবস্থা পার করছে তারা। একদিকে খাদ্য, পানি ও বিদ্যুৎ সংকট, অন্যদিকে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ফলে অপুষ্টিতে ভুগছে হাজার হাজার শিশু।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এ পর্যন্ত ৪১ হাজার ৪৬৭ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫ হাজার ৯২১ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নাগরিক নিহত হয়েছে। এছাড়াও ২০০ জনের বেশি মানুষ বন্দি রয়েছে।