যুক্তরাজ্যের নাগরিকদের জরুরিভিত্তিতে লেবানন ত্যাগের নির্দেশ
যুক্তরাজ্যের নাগরিকদের জরুরিভাবে লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, যুক্তরাজ্যের নাগরিকদের লেবানন ত্যাগ করার এখনই সময়।
ইসরায়েল ও লেবাননভিত্তিক হেজবুল্লাহর মধ্যে তীব্রভাবে যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষিতে কিয়ের স্টারমার এ নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা বিবিসি এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার লেবাননে অবস্থানরত দেশটির নাগরিকদের জরুরিভিত্তিতে দেশত্যাগের নির্দেশ দিয়েছেন। ইসরায়েল ও লেবাননভিত্তিক হেজবুল্লাহর মধ্যে যুদ্ধ তুমুল আকার ধারণ করার পর তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেছেন, এখনি লেবানন ত্যাগ করা উচিত।
এদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় লেবাননের পাশের দেশ সাইপ্রাসে ৭শ সৈন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে যাতে করে নিরাপদে দেশটির নাগরিকেরা লেবানন ত্যাগ করতে পারেন।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবিসিকে জানায়, দুইদিন ধরে ব্যাপকহারে ইসরায়েলের হামলায় হত্যাযজ্ঞের পর হাসপাতালগুলি আহতদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ ক্রমশ তীব্র আকার ধারণ করেছে।
সোমবার লেবানের দক্ষিণাঞ্চের মানুষদের সেখান থেকে অন্যখানে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর পরই ইসরায়েল সেখানে হামলা চালালে অন্তত ৫শ ৬০ জন নিহত হয়েছেন।