শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরাসুরিয়া। তিনি মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্যে দিয়ে তিনি দেশটির ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী হলেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর পাশপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।
চার বছর আগে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষা ও দেশের শিক্ষা ব্যাবস্থার সংক্রান্ত তৎপরতায় সক্রিয় ছিলেন।
রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি তিনি একজন অধিকার কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তিনি সিনিয়র শিক্ষক হিসেবে শ্রীলঙ্কার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল স্টাডিজ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।
শ্রীলঙ্কার বাম জোট নেতা অনূঢ়া কুমার দিশানায়েকে গত শনিবারের নবম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন এবং দেশটির দশম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীনেশ গুণবর্ধন।