লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬২০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের স্বজনদের আহাজারি

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের স্বজনদের আহাজারি

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় নারী-শিশু ও চিকিৎসকসহ অন্তত ৬২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ সেপ্টেম্বর) লেবাননে ইসরায়েলি বোমা হামলায় আরও ৭২ জন নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২০ জনে।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, তারা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছেন।

এর আগে, যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) ইসরায়েল লেবাননের হেজবুল্লাহকে লক্ষ্য করে কয়েকশ বার আকাশপথে হামলা চালায়। হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল সোমবার ব্যাপকভাবে হামলা চালিয়েছে।