ইসরায়েলি হামলায় লেবাননের ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় তাণ্ডব অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটি থেকে বাস্তুচ্যুতের সংখ্যা বাড়ছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) লেবাননের সংকট প্রতিক্রিয়া সমন্বয়কারী মন্ত্রী নাসের ইয়াসিন রয়টার্স নিউজ এজেন্সিকে জানায়, শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় ১ মিলিয়ন (১০ লাখ) লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুক্রবার থেকে ইসরায়েলের ভারী বোমাবর্ষণের মাত্রা বাড়তে থাকে। তাই অনেক পরিবার দক্ষিণ বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।