বৈরুতে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নেতা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় লেবাননের রাজধানী বৈরুতে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) তিন নেতা নিহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী এতথ্য নিশ্চিত করেছে। শনিবারের পর থেকে বৈরুত শহরের সীমার মধ্যে এটি ইসরায়েলের প্রথম হামলা।

বিজ্ঞাপন

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, বৈরুতের কোলার একটি ভবনের ওপরের তলায় পিএফএলপির নেতাদের অবস্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

তবে, এ ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লেবাননের হিজবুল্লাহ বাহিনী ও ইয়েমেনের হুতি বাহিনীর ওপর ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে। তাদের এ হামলার কারণে লড়াই নিয়ন্ত্রণহীনভাবে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এ রকম কিছু হলে তাতে ইরানও জড়িয়ে পড়ে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে, সেক্ষেত্রে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঘটবে বলে ধরে নেওয়া যায়।

ইতোমধ্যে ইরানকে চলমান সংঘাত আর না বাড়ানোর বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে শক্তিশালী মার্কিন সামরিক উপস্থিতি থাকলেও তা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী।