ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল/ছবি: সংগৃহীত

ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল/ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের মিসাইল ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইরানের মিসাইল আটকাতে আয়রন ডোমসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবহার করলেও অনেক মিসাইল সরাসরি আঘাত হেনেছে। এসব মিসাইলের আঘাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিজ্ঞাপন

তবে ইসরায়েল আবার কিছু মিসাইল আটকে দিতেও সমর্থ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো কয়েকশ মিসাইল ছুড়ে তেহরান।

বিজ্ঞাপন

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সাধারণ ইসরায়েলিদের জানিয়েছে, তারা চাইলে এখন বোমা আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারবে। এখন নিরাপত্তার আর কোনো ঝুঁকি নেই। এরপরে আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে আসা শুরু করেন সাধারণ মানুষ।

এরআগে ইরান হামলা চালানোর আগে তেলআবিবসহ পুরো ইসরায়েলে সতর্কতা জারি করা হয়। ওই সময় সবাইকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “শহীদ হানিয়া, সাইদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ নিলফোরসানের হত্যার জবাবে আমরা দখলদারদের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছি।”

“যদি ইহুদিবাদী সরকার (ইসরায়েল) ইরানের অভিযানে প্রতিক্রিয়া দেখায়। তাহলে তারা বিপর্যয়কর হামলার মুখে পড়বে।”