লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩৭ জন নিহত, আহত ১৫১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছে। এই হামলার নাম দেওয়া হয়েছে 'উত্তরের তীর'।

শুক্রবার (৪ অক্টোবর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

বিজ্ঞাপন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে নয়জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। এছাড়াও, মাউন্ট লেবাননে দুজন নিহত ও ১৫ জন আহত এবং বালবেক হারমেল প্রদেশে ৯ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও জানানো হয়, বেকা অঞ্চলে দুই জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। অন্যদিকে নাবাতিয়েহ প্রদেশে ১৯ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও দক্ষিণ প্রদেশে পাঁচজন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে লেবাননে নজিরবিহীন টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধে সংহতি জানায় হিজবুল্লাহ। ৮ অক্টোবর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত শুরু হয় যার তীব্রতা এতই বাড়ছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে।