চীন-দ.কোরিয়ার নাগরিকেরা লেবানন ছেড়েছেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চীন-দ.কোরিয়ার নাগরিকেরা লেবানন ছেড়েছেন

চীন-দ.কোরিয়ার নাগরিকেরা লেবানন ছেড়েছেন

লেবানন জুড়ে ইসরায়েলের একের পর এক হামলার প্রেক্ষিতে চীন ও দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা নিজের দেশে ফিরে গেছেন। দক্ষিণ কোরিয়ার মিলিটারি এয়ারক্রাফটে করে সে দেশের ৯৭ জন নাগরিক শনিবার লেবানন ত্যাগ করেন। এ ছাড়া চীনের ২ শতাধিক নাগরিকও লেবানন ছেড়ে চলে গেছেন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

শনিবার (৫ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আখরাক আল-আওসাত এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইউল লেবানন প্রবাসী দক্ষিণ কোরিয়ার নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে মিলিটারি এয়ারক্রাফট পাঠানোর নির্দেশ দেন।

একইদিন চীনের কর্মকর্তারা সে দেশের বার্তাসংস্থা জিনহুয়াকে জানান, সে দেশের সরকার অন্তত ২শ নাগরিক নিরাপদে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি মাসেই তাইওয়ানের ৩ নাগরিক লেবানন ত্যাগ করবেন। তবে অন্য ২ জন তাদের পরিবার লেবাননে থাকায় তারা দেশে ফিরবেন না বলে জানিয়েছেন।