দামাস্কাসে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা: নিহত ৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামাস্কাসের উপকণ্ঠে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৭ জন নিহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, ইসরায়েল মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামাস্কাসের উপকণ্ঠের মাজ্জের এলাকার একটি আবাসিক ভবনে আকাশপথে হামলা চালালে ৭ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন।

ইসরায়েল গোলান মালভূমির দিক থেকে ৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে। এতে দামাস্কাসের আবাসিক ভবনে আছড়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরো জানায়, সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মিসাইলে বাধা দিয়েছে।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ করে প্রায়ই হামলা করে থাকে।