ইন্দোনেশিয়ার তেলেকেন্দ্রে আগুন, নিহত ৭
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি তেলে কেন্দ্রে আগুনে পুড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং অগ্নিদগ্ধ অবস্থায় আরো ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এ খবর জানায়।
খবরে বলা হয়, শুক্রবার দিনগত রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার রাজধানীর কাছে বেকাশি শহরের শিল্প এলাকায় একটি তেলকেন্দ্রে আগুন ধরে যায়। এতে ৭ জন আগুনে পুড়ে মারা যান এবং এ ঘটনায় আরো ৯ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ২০টি গাড়ি আগুন নেভাতে কাজ করেছে।
এ বিষয়ে ইন্দোনেশিয়ার উদ্ধার দলের কর্মকর্তা অগুঙ্গ প্রিয়ামবোডো বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ১২টি ব্যাগে করে মানুষের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, এর আগে আমরা খবর পাই যে, তেলকেন্দ্রে আগুন লাগার পর ৯ জন নিখোঁজ রয়েছেন। এরপর ৩০ জনের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করেন।