মহাকাশে ২টি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহাকাশে 'কাউসার' ও 'হুদহুদ' নামে দুটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান। আগামী ৫ নভেম্বর (মঙ্গলবার) ভোরে স্যাটেলাইট দুটি মহাকাশের উদ্দেশে উৎক্ষেপণ করা হবে।

শনিবার (২ নভেম্বর) দেশটির গণমাধ্যম ইরনা'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট দুটি দেশেই তৈরি করা হয়েছে। 'কাউসার' ২০১৯ সালে ইরানী কোম্পানি ওমিদফাজা দ্বারা উৎপাদিত হয়েছিল। ৩০ কেজি ওজনের এই স্যাটেলাইটির আয়ুষ্কাল বলা হয়ে হয়েছে তিন বছরের বেশি সময়। এটির কালার ইমেজিং রেঞ্জ ১৫ কিলোমিটার এবং প্রতি সেকেন্ডে ৬ ফ্রেমের ইমেজিং রেট রয়েছে। স্যাটেলাইটটি কৃষি, ভূমি জরিপ এবং ক্যাডাস্টারে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।

'হুদহুদ' স্যাটেলাইটটির ওজনের কথা বলা হয়েছে ৪ কেজি। এর কক্ষপথের উচ্চতা ৫০০ কিলোমিটার। এর কক্ষপথের আয়ুষ্কাল চার বছর এবং এটিও কৃষি, ভূমি জরিপ, পরিবহন এবং পরিবেশে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

তবে এর বড় একটি সুবিধা হচ্ছে এটি ইন্টারনেটের মাধ্যমে বৈশ্বিক কভারেজসহ, প্রত্যন্ত অঞ্চল, বন এবং পাহাড়ের খবরাখবর পাঠাতে সক্ষম হবে।

স্যাটেলাইট দুটি ইরানের বেসরকারী খাতের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। এটি এই খাতের প্রথম প্রচেষ্টা, যা দেশটিকে মহাকাশ কর্মসূচিতে এক দুর্দান্ত পদক্ষেপ হিসেবে চিহ্নিত করবে।