চলছে শেষ মুহূর্তের প্রচারণা
উত্তর ক্যারোলিনা দখলে নিতে মরিয়া ট্রাম্প ও হ্যারিস
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে দক্ষিণ-পূর্বের ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত উত্তর ক্যারোলিনা রাজ্যে শেষ মুহূর্তের প্রচারণায় নেমেছেন ডেমোক্র্যাটিক কমলা হ্যারিস এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।
সমর্থন জোগাড়ে মরিয়া দুই প্রার্থীই শনিবার (২ নভেম্বর) গুরুত্বপূর্ণ এই দোদুল্যমান রাজ্যে সমাবেশ করছেন। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো একই দিনে একই রাজ্যে সফর করছেন কমলা ও ট্রাম্প।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সমাবেশে অংশ নিতে এরই মধ্যে নর্থ ক্যারোলিনার শার্লটে পৌঁছেছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পে। প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের বিমানের পাশে টারমাকে পার্ক করা হ্যারিসের বিমান থেকে নামার একটি ছবি জুড়ে দিয়েছে বিবিসি।
উত্তর ক্যারোলিনা এমন একটি রাজ্য যেখানে কে জিতবে তা বলা যায় না। ২০২০ সালে জো বাইডেন সামান্য ব্যবধানে এখানে জিতেছিলেন।
হ্যারিসের সমর্থকরা শার্লটে সমাবেশস্থলের বাইরে তার ছবি সংবলিত টি-শার্ট বিক্রি করছেন। এখানে তিনি অভিনেত্রী কেরি ওয়াশিংটনের সাথে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, নর্থ ক্যারোলিনার গ্যাস্টোনিয়াতে অনুষ্ঠিত সমাবেশে যাওয়ার সময় ট্রাম্পের সমর্থকরা সারিবদ্ধভাবে তাকে সংবর্ধনা জানান।
সমাবেশে মুদ্রাস্ফীতি বন্ধ করাসহ বিশ্বে বিভিন্ন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করেন। এ সময় তিনি দেশের অর্থনীতি এবং অভিবাসনকে গুরুত্ব দেবেন বলে পুনর্ব্যক্ত করেন।
এদিকে ‘গেম চেঞ্জার’ ৭ গুরুত্বপূর্ণ রাজ্যের ৫টিতেই ট্রাম্প এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘ফাইভ থার্টি এইট’ এর জরিপ। আগামী মঙ্গলবার ‘ইলেকশন ডে’র আগে এরই মধ্যে ৭ কোটির বেশি মার্কিন ভোটার আগাম ভোট দিয়েছেন। বিভিন্ন জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, সমর্থনের দিক দিয়ে দুই প্রার্থী সমানতালে এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় নির্বাচনে জয়-পরাজয়ের বিষয়টি মূলত নির্ভর করছে উইসকনসিন ও মিশিগানসহ দোদুল্যমান সাত রাজ্যে কে এগিয়ে বা পিছিয়ে থাকছেন সেটির ওপরে।
এদিকে যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটে রেকর্ড হয়েছে। আগাম ভোটের হার দেখে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দুই শিবিরই উচ্ছ্বসিত। রিপাবলিকানরা খুশি, কারণ গত নির্বাচনে তারা যত আগাম ভোট পেয়েছিল, এবার তার চেয়েও বেশি ভোট পেয়েছে। আর ডেমোক্র্যাটরা খুশি, কারণ আগাম ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে তাদের প্রার্থী কমলা হ্যারিস।
আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হলেও ২৭ অক্টোবর থেকে আমেরিকায় শুরু হয়েছে আগাম ভোটপর্ব। শুক্রবার পর্যন্ত সে দেশের প্রায় ৭ কোটি ভোটদাতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আমেরিকায় ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এ বারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা ছিল গত এক শতকের মধ্যে সর্বোচ্চ। সে বার আগাম ভোট পড়েছিল প্রায় ১০ কোটি।