ইলিনয়ে কমলা, ট্রাম্প জয়ী মিসিসিপি ও লুইজিয়ানায়
হাতি-গাধার লড়াই ২০২৪মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ধীরে ধীরে আসতে শুরু করেছে বিভিন্ন অঙ্গরাজ্যের ফলাফল। শেষ খবর পাওয়া পর্যন্ত ইলিনয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক দলের কমলা হ্যারিস। এদিকে ট্রাম্প আরও দুটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস ইলিনয় অঙ্গরাজ্য এবং রোড আইল্যান্ডে জয় পেয়েছেন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানা এবং মিসিসিপিতে জয় পেয়েছেন।
এর আগে নিউইর্য়কে জয় পেয়েছেন কমলা হ্যারিস। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে সাতটি সুইং স্টেটে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এসব সুইং স্টেটের মধ্যে উইসকনসিনে ১০টি, পেনসেলভিনিয়ায় ১৯টি, আরিজোনায় ১১টি, জর্জিয়ায় ১৬টি, মিশিগানে ১৫টি, নেভাদায় ৬টি এবং নর্থ ক্যারেলিনায় ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ওয়াশিংটন ডিসির জন্য ইলেকটোরাল কলেজ ভোট তিনটি।