ম্যাজিক ফিগার থেকে কত দূরত্বে ট্রাম্প-কমলা

  হাতি-গাধার লড়াই ২০২৪
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনা চলছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয় নির্বাচন। তবে গণনা যত এগোচ্ছে প্রাথমিক প্রবণতায় ততই কমলাকে পিছনে ফেলছেন ট্রাম্প। তা হলে কি বুথফেরত সমীক্ষাকে ‘ভুল’ প্রমাণ করতে চলেছেন ট্রাম্প? প্রাথমিক গণনায় অন্তত তেমনই ইঙ্গিত করছে। যদিও ফলাফল যে কোনও মুহূর্তে ঘুরতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

বুধবার (৬ নভেম্বর) সকালে বিবিসির তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২২৭টি । অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৬৫টি ভোট। 

বিজ্ঞাপন

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের তুলনায় এখন পর্যন্ত অর্ধেক ইলেকটোরাল কলেজ ভোট পেতে চলেছেন কমলা। তবে বলা যায় না। এখনও পরিস্থিতি ঘুরে যেতে পারে। কারণ, এখন পর্যন্ত বাকি আছে ১৪৬টি ইলেকটোরাল কলেজ ভোট। কমলা যদি সেখান থেকে আরও ১০৫টি ইলেকটোরাল কলেজ ভোট বাগিয়ে নিতে পারেন, তাহলে তিনি নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবেন।

অন্যদিকে ট্রাম্পের জন্য এই প্রতিযোগিতা অনেকটাই সহজ বলে মনে হচ্ছে। তিনি ২২৭টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে এগিয়ে আছেন। তার জয়ের জন্য আর মাত্র প্রয়োজন ৪৩টি ইলেকটোরাল কলেজ ভোট। এখন পর্যন্ত পুরো ফল পাওয়া যায়নি। ফলে কি হয় ভোটের ফল তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা কঠিন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস দখলের লড়াইয়ে কে জয়ী হবেন, কে হাসবেন শেষ হাসি-কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প। এ প্রশ্নের জবাব পেতে এখন শেষ মুহূর্তের অপেক্ষা। তাই ফলাফল প্রকাশের আগে কে জয়ী হবেন, তা অনুমান করা যাচ্ছে না।

কমলা হ্যারিস-ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির জিল স্টেইন, লিবারটারিয়ান পার্টির চেইস অলিভার, স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়র (নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও এখনো বেশিরভাগ অঙ্গরাজ্যের ব্যালটে তার নাম রয়েছে) ও করনেল ওয়েস্ট (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৫০টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া খ্যাত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি মিলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। নির্বাচনে জয়ী হতে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন। একেক রাজ্যে একেক সংখ্যায় ইলেকটোরাল কলেজ ভোট আছে। যে রাজ্যে যে দল জয়ী হয়, সেই রাজ্যের সব ইলেকটোরাল কলেজ ভোট সেই দল পেয়ে যায়। অর্থাৎ উইনার্স গেট অল।