৩০০ পার করতে পারেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস
হাতি-গাধার লড়াই ২০২৪যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, এখন যে পরিস্থিতি তাতে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজের ৩০১টি ভোট পেতে পারেন। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেতে পারেন ২৩৭টি ভোট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে নিউইয়র্ক টাইমস লাইভে এ কথা জানিয়েছে।
এদিকে সময় যত গড়াচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। দ্য ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৩০টি । অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২০৫টি ভোট।
তবে এখনও আমেরিকার রাজনীতিতে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটেল গ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত সাত প্রদেশের ফলাফল এখনও জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজ়োনা, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা এ বার প্রেসিডেন্ট ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘উইনার টেকস ইট অল’ নীতির কারণে এই সাতটি প্রদেশের ভূমিকা প্রেসিডেন্ট নির্বাচনে নির্ণায়ক হতে পারে।