উত্তর গাজায় ত্রাণ কার্যক্রমে ইসরায়েলি বাহিনীর বাধা, জাতিসংঘের উদ্বেগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর গাজায় খাদ্য ও পানি প্রবেশ করতে ইসরায়েলি সেনাবাহিনী বাধা দিচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের সহযোগী মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে।

তিনি বলেন, ইসরায়েলের সেনাবাহিনী অবরুদ্ধ উত্তর গাজায় খাদ্য ও পানি প্রবেশ করতে বাধা দিচ্ছে। এই অঞ্চলটিতে প্রায় ৭৫ হাজার থেকে ৯৫ হাজার ফিলিস্তিনি আটকা পড়েছে। তাদের বেঁচে থাকার জন্য সরবরাহের প্রয়োজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ উদ্বেগের কথা জানান।

ট্রেম্বলে বলেন, গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই জাতিসংঘের ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু হামলা অব্যাহত থাকলে তারা এ কার্যক্রমে বাধা দিতে শুরু করে। এতে এই অঞ্চলের মানুষ চরম হুমকির মধ্যে পড়েছে। এছাড়াও তারা চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহেও বাধা সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইসরায়েলি বোমাবর্ষণ এবং স্থল অভিযান মানবিক কর্মীদের অভাবগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার অবরুদ্ধ উত্তরেই নিহত হয়েছেন ৪২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে। এই সময় আহত হয়েছেন আরও ১ লাখের বেশি মানুষ।