পাঞ্জাবের বাতাসের মান 'ঝুঁকিপূর্ণ', পার্ক-চিড়িয়াখানা-জাদুঘরে প্রবেশে নিষেধাজ্ঞা
পাকিস্তানের পাঞ্জাব শহরের বাতাসের মান 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচিত হওয়ায় প্রদেশজুড়ে জনসাধারণকে পাবলিক পার্ক, চিড়িয়াখানা, খেলার মাঠ ও জাদুঘরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে অঞ্চলটির সরকার।
শুক্রবার (৮ নভেম্বর) প্রদেশটি থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। খবর দ্য ডন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ নভেম্বর (আজ) থেকে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত প্রদেশের সব পার্কে (সরকারি ও ব্যক্তিগত), চিড়িয়াখানা, খেলার মাঠ, ঐতিহাসিক স্থান, স্মৃতিস্তম্ভ, জাদুঘর এবং বিনোদন কেন্দ্রগুলোতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পাঞ্জাবের লাহোর, শেখুপুরা, কাসুর, নানকানা সাহিব, গুজরানওয়ালা, গুজরাট, হাফিজাবাদ, মান্ডি বাহাউদ্দিন, শিয়ালকোট, নারোওয়াল, ফয়সালাবাদ, চিনিওট, ঝাং, টোবা টেক সিং, মুলতান, লোধরান, ভেহারি এবং খানেওয়াল জেলা।
এই আদেশ অমান্য করলে শাস্তিযোগ্য হিসেবে বিবেচিত হবে এবং ইউ/এস ১৮৮ পিপিসি ধারা অনুযায়ী শাস্তির আওতায় নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বায়ুর গুণমান খারাপ হওয়ার কারণগুলো বের করে পাঞ্জাব সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে দেশটির লাহোরে বায়ু দূষণ অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছিল। গত ৪৮ ঘণ্টা ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে প্রথম স্থানে রয়েছে শহরটি। কারণ পাঞ্জাবের প্রধান জেলাগুলো ঘন ধোঁয়াশায় ডেকে গেছে। শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এর তথ্য অনুযায়ী, কিছু এলাকায় এই স্কোর এক হাজার ছাড়িয়ে গেছে, যা জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মনে করা হয়।
গত সপ্তাহেও প্রদেশটিতে বায়ুর মানে অবনতির কারণে স্কুল ও কর্মক্ষেত্রগুলোতে ছুটি দেওয়া হয়েছিল।