নির্বাচনে ডেমোক্রেটদের পরাজয়ে বাইডেনকে দুষলেন পেলোসি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্বাচনে ডেমোক্রেটদের ভরাডুবির পিছনে জো বাইডেনকে দায়ী করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

পেলোসি বলেন, জো বাইডেন যদি অনেক আগেই নির্বাচনের প্রার্থী থেকে নিজেকে সরিয়ে নিতেন তাহলে ডেমোক্রেটরা আরও ভালো ফল করতে পারতো। কিন্তু এটি এমন সময় এসেছে তখন কমলার জয়ী হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তাও সে ভালো করেছে। যদি এটি আরও আগে হতো তাহলে ফল অন্যরকম হতে পারতো।"

বিজ্ঞাপন

শনিবার (৯ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়।

নিউ ইয়র্ক টাইমসকে পেলোসি বলেন, "প্রেসিডেন্ট জো বাইডেন যদি এই প্রতিযোগিতা থেকে আগেই সরে দাঁড়াতেন তাহলে প্রতিযোগিতার জন্য অন্য প্রার্থী লড়তে পারতো। এতে ফল ডেমোক্রেটদের পক্ষে থাকতো।"

বিজ্ঞাপন

পেলোসি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে দুর্বল পারফরম্যান্সের কারণে জুলাইয়ের শেষ দিকেই এই প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এমনকি বাইডেনকে এ নির্বাচন থেকে বের করতেও নাকি তিনি ডেমোক্রেট শিবিরে নেতৃত্ব দিয়েছিলেন।

পরবর্তীতে বাইডেন নিজেকে সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কমলা হ্যারিসকে এই প্রতিযোগিতায় নামান। কিন্তু তিনি ট্রাম্পের কাছে হেরে বসেন।

গণমাধ্যমটিকে পেলোসি বলেন, "এটি প্রত্যাশিত ছিল (প্রেসিডেন্ট প্রার্থী থেকে বাইডেনের সরে দাঁড়ানো)। কিন্তু সময়টা আরও আগে হলে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজনকে পাওয়া যেতো।"

তবে এমন হারের পরও কমলাকে উৎসাহ দিয়েছেন তিনি।

'হ্যারিস এই প্রতিযোগিতায় ভালোই লড়াই করেছে। হয়তো সময় তার পক্ষে ছিলো না। কিন্তু তার এই জার্নি তাকে পরবর্তীতে আরও শক্তিশালী করে গড়ে তুলবে।'- জানান ন্যান্সি পেলোসি।