লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২০
লেবাননের জেবিল অঞ্চলে ইসরায়েলি হামলায় তিন শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জন।
রোববার (১০ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের জেবিল জেলায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ আরও অন্তত ২০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ৬ জন। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
এদিকে ফিলিস্তিনের জাবালিয়া শহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৩ শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
উল্লেখ্য, লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ১৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজার ৯৭৯ জন।