জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত, আহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে সেনা-জঙ্গি সংঘর্ষে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন সেনা সদস্য।

নিহত সেনা সদস্য হলেন, জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর ১৬ কর্পস এক্স-এর একটি পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

রোববার (১০ নভেম্বর) ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল থেকে কাশ্মীরে গোলাগুলি শুরু হয়। এরমধ্যে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে সেনা কর্মকর্তার মৃত্যু হয়। এসময় আহত হয় আরও তিন সেনা সদস্য। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ৮ নভেম্বর কাশ্মীরে দু’জন গ্রামসুরক্ষা জওয়ানকে (ভিলেজ ডিফেন্স গার্ড) খুন করা হয়েছিল। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পারে, ওই খুনের ঘটনায় অভিযুক্ত জঙ্গিরা কাশ্মীরের কিশতওয়ার জঙ্গলে লুকিয়ে আছে। এ সূত্র ধরেই রোববার সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। এসময় এনকাউন্টারে জঙ্গিদের গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত হয়। আহত হয় আরও তিন সেনা কর্মকর্তা।