মেক্সিকোর পানশালায় গুলিবর্ষণ, নিহত ১০
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য কোয়েরেটারোর একটি পানশালায় বন্দুকধারীরা হামলা করেছে। শনিবার (৯ নভেম্বর) রাতের এই হামলায় ১০ জন নিহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে দেশটির স্টেট অ্যাটর্নি জেনারেল ও কোয়েরেটারো শহরের নিরাপত্তা প্রধানের বরাতে বলা হয়েছে, ওই পানশালায় চার বন্দুকধারী অকস্মাৎ হামলা চালায়। তাদের গুলিতে সাত পুরুষ ও তিন নারী নিহত হয়েছেন। এছাড়া আরও সাত ব্যক্তি আহত হয়েছেন।
হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে উপস্থিত তদন্ত কর্মকর্তারা একটি গাড়ির বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। হামলার সঙ্গে ওই গাড়ির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কোয়েরটারো তুলনামূলক কম অপরাধপ্রবণ এলাকা। এখানে হত্যাকাণ্ডের মতো অপরাধের সংখ্যা দেশটির অনেক স্থানের চেয়ে কম। ফলে মেক্সিকোর অনেক স্থানের চেয়ে জায়গাটি তুলনামূলক নিরাপদ বলে বিবেচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কোয়েরটারোর গভর্নর মাউরিচিও কুরি বলেছেন, এই নৃশংসতায় জড়িত সকলকে শাস্তির আওতায় আনা হবে। আমাদের সীমান্ত প্রহরা চালিয়ে যাব। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব।
সংঘবদ্ধ অপরাধী চক্র ও ড্রাগ কার্টেলদের সংঘাতের কারণে মেক্সিকোর অভ্যন্তরীণ নিরাপত্তা মারাত্মক নাজুক অবস্থায় রয়েছে। ফলে নতুন প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবমের জন্য এটি বড় একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।
সরকারি তথ্য মোতাবেক, ১ অক্টোবর শপথ গ্রহণের পর থেকে দেশব্যাপী দুই হাজার ৭৮৮টি হত্যাকাণ্ড হয়েছে।