রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এক শহরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত এবং এক নারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেন্ডেন্ট এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রাশিয়া রোববার দিনগত রাতভর ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলায় চালায়।

সোমবার সকালে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভ শহরে অন্তত ৫ জন নিহত এবং একজন নারী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে শহরের গভর্নর ভিটালি কিম বলেন, হতাহতের পাশাপাশি একটি চারতলা ভবনে ড্রোন হামলায় আগুন ধরে যায়।

অন্যদিকে, কামিকেজ শহরে রাতভর রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে শহরের গভর্নর ওলেজকান্দার সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন।

এর আগে ১৫ অক্টোবর রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হামলায় মিকোলাইভে ১৫ জন নিহত ও ২৩ জন আহত হয়েছিলেন। রোববার রাশিয়া ইউক্রেনে মোট ১শ ৪৫টি ড্রোন হামলা চালায় বলে জানা গেছে।