পাকিস্তানে বিয়ের বাস নদীতে ডুবে নিহত ১৪
বিয়ের পর কনেসহ বাড়ি ফেরার পথে পাকিস্তানে বরযাত্রীসহ একটি বাস নদীতে ডুবে গেলে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শুধুমাত্র কনেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখন পর্যন্ত আরও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৩ নভেম্বর) ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি’র বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানায়।
খবরে বলা হয়, একজন উদ্ধারকর্মী জানিয়েছেন, বিয়ের পর মঙ্গলবার রাতে কনেসহ বাড়ি ফেরার পথে পাকিস্তানের কাশ্মিরের গিলগিট-বালটিস্তান এলাকায় একটি বাস নদীতে ডুবে গেলে ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে। শুধুমাত্র কনেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বরসহ অন্য ১০ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকর্মী ওয়াজির আসাদ আলী এএফপিকে জানান, বাসটিতে তখন বর, কনে এবং বরযাত্রীসহ মোট ২৫ যাত্রী ছিলেন। গিলগিট-বালটিস্তান মহাসড়কে মোড় নিতে গিয়ে বাসটির চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নদীতে তলিয়ে যায়।
কনেকে জীবিত উদ্ধার করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরসহ অন্য ১০ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাইক আলম জানান, বরের পরিবারের সদস্যরা পাঞ্জাব থেকে ফেরার পথে ৫শ কিলোমিটার (৩শ মাইল) দূরে দুর্ঘটনায় পতিত হয়।
সড়কে অব্যবস্থাপনা, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকা এবং সড়ক পথে স্থাপনা দুর্বল থাকায় পাকিস্তানে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
এর আগে চলতি বছরের আগস্ট মাসে যাত্রীবাহী একটি বাস বালুচিস্তানের মারকান উপকূলীয় মহাসড়ক থেকে নিচে পড়ে গেলে ১২ জন নিহত হন।