ট্রাম্প বাণিজ্য ও শিক্ষামন্ত্রী হিসেবে যাদের বেছে নিলেন
ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনে বাণিজ্যমন্ত্রী হিসেবে হাওয়ার্ড লুটনিককে বেছে নিয়েছেন। এছাড়াও ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডাব্লিউই) এর সহ-প্রতিষ্ঠাতা এবং ট্রাম্পের ট্রানজিশন কো-চেয়ার মোগল লিন্ডা ম্যাকমোহনকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
হাওয়ার্ড লুটনিক যুক্তরাষ্ট্রের একজন বিলিয়নেয়ার ব্যবসায়ী ও মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যানটর ফিতজগেরাল্ডের প্রধান। লাটনিক রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি–সংক্রান্ত দলের কো–চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, বিনিয়োগ সংস্থা ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও এবং রিপাবলিকান ট্রানজিশন দলের সহ-সভাপতি লুটনিককে আমার প্রশাসনে বাণিজ্যমন্ত্রী হিসেবে স্বাগত। ৩০ বছরেরও বেশি সময় ধরেও ওয়াল স্ট্রিটে তাঁর দুর্দান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি আমাদের শুল্ক এবং বাণিজ্য বিষয়ের নেতৃত্ব দেবেন।
লুটনিক ১২টি ব্যুরো এবং প্রায় ৪৭ হাজার কর্মচারীর তত্ত্বাবধান করবেন। যারা গার্হস্থ্য চিপ উৎপাদনে অর্থায়ন থেকে শুরু করে বাণিজ্য বিধিনিষেধ তৈরি করা এবং অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশ করা পর্যন্ত কাজগুলো পরিচালনা করবেন।
এছাড়াও ট্রাম্প নতুন শিক্ষামন্ত্রী ম্যাকমোহনের নিয়োগের বিষয়ে বলেছেন, ডব্লিউডাব্লিউই'র সাবেক সিইও ম্যাকমোহন শিশুদের শিক্ষাগত সিদ্ধান্ত নিতে এবং শিক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রকে "নম্বর ওয়ান" করার দায়িত্ব দেবেন।
ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, আমরা রাজ্যগুলোয় শিক্ষার মাত্রাও প্রসারিত করবো এবং লিন্ডা সেই প্রচেষ্টার নেতৃত্ব দেবেন।
এর আগে ম্যাকমোহন ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষুদ্র ব্যবসায় প্রশাসনের নেতৃত্ব দিয়েছেন।